top of page

জীবনের মন্ত্র - 'চরৈবেতি' অর্থাৎ এগিয়ে চলা ; দ্রুত সময়ের সঙ্গে জীবনের সার্বিক মানোন্নয়ন করা। আজকের আধুনিক বিশ্বে, তথ্যপ্রযুক্তি শিক্ষা শুধুমাত্র পঠন পাঠনের একটি অংশই নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে অপরিহার্য ও আবশ্যিক অঙ্গ হয়ে উঠেছে। দেশের প্রতিটি সরকারী- বেসরকারি ক্ষেত্রে, আর্থিক লেনদেন ইত্যাদিতে আজ ডিজিটালাইজেশান বাধ্যতামূলক। যে কোনও চাকুরীর পরীক্ষায় কম্পিউটার শিক্ষণ আবশ্যিক যোগ্যতা হিসেবে প্রয়োজন। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে তথ্যপ্রযুক্তি শিক্ষা আর ঐচ্ছিক নয় বরং আবশ্যিক। এই মূলধারার তথ্যপ্রযুক্তি শিক্ষা কেবলমাত্র কিশোর,তরুন বা যুবকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে শৈশবেই। ছোটবেলায় পড়া অ,আ,ক,খ আজও আমরা ভুলিনি, কারন শৈশবের বর্ণপরিচয় আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে, প্রতিটি কথায়, প্রতিটি লেখায় আমরা নিয়মিত অভ্যাস করে চলেছি। তাই শৈশব থেকেই বর্ণপরিচয়ের মতো হোক কম্পিউটার শিক্ষা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবনে চলার প্রতিটি পথই সুগম হয়। সমস্ত অভিভাবকই তাঁর অপূর্ণ স্বপ্ন সন্তানের মাধ্যমে বাস্তবায়িত করতে চান। সেই স্বপ্নপুরনে প্রয়োজন শিক্ষার সঠিক পরিকাঠামো, উন্নত শিক্ষা উপকরণ, আধুনিক শিক্ষণ সহায়ক সুযোগ সুবিধা, শিক্ষা ও শিক্ষার্থী সহায়ক পরিবেশ ও অভিজ্ঞ শিক্ষানুরাগী শিক্ষকমণ্ডলীর সহচর্যে পর্যাপ্ত অনুশীলন ও নিয়মিত মুল্যায়ন। শহরাঞ্চলে এই সমস্ত সুবিধা উপলব্ধ থাকলেও গ্রামাঞ্চলে তা অনেকাংশেই প্রতিকূল। তাই স্বপ্নপুরনের ইচ্ছে থাকলেও গ্রামাঞ্চলের সম্ভবনাময় সেইসব প্রতিভা বিকশিত হয়ে ওঠার সুযোগ পায়না। ফলে আজও শহরের আধুনিক ও সময়োপযোগী শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের সামনে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা হীনমন্যতায় ভোগে। এই গতানুগতিক অবস্থার পরিবর্তন সাধনের লক্ষ্যে নোবেল কম্পিউটার ট্রেনিং সেন্টার (NCTC) এর প্রতিষ্ঠা, যার উদ্দেশ্যই হলো শহরাঞ্চলের মতো শ্রেষ্ঠ ও অত্যাধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা উপযোগী পরিকাঠামো, উন্নত শিক্ষা উপকরণ ও আধুনিক সুযোগ সুবিধা এবং অভিজ্ঞ শিক্ষানুরাগী শিক্ষকমণ্ডলীর দ্বারা পর্যাপ্ত অনুশীলন ও নিয়মিত মুল্যায়নের মধ্য দিয়ে চাকুরীভিত্তিক কম্পিউটার ও ভোকেশনাল শিক্ষায় গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের স্বনির্ভর করা।

নোবেল কম্পিউটার ট্রেনিং সেন্টার (NCTC) পশ্চিমবঙ্গ সরকারের প্রভিশনাল ট্রেড লাইসেন্স নং-WB/SGP/10 দ্বারা নথিভুক্ত একটি কম্পিউটার প্রশিক্ষণ সংস্থা এবং ISO 9001:2008 ও ISO 9001:2015 সার্টিফায়েড অর্গানাইজেশান ব্রেনপাওয়ার কম্পিউটার অ্যাকাডেমী দ্বারা অনুমোদিত।

বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি​র গুরুত্ব অপরিসীম। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মেলবন্ধন মানুষকে চাঁদে পৌঁছে দিয়েছে। বিশ্বায়নের যুগে দুনিয়ার প্রতিটি তথ্য, প্রতিটি বিষয়, নিত্য নতুন জ্ঞান তথ্যপ্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যে আমরা বাড়ীতে বসেই পেয়ে যাই। কম্পিউটারে ১ টি আঙুলের ছোঁয়ায় লক্ষ কোটি জটিল হিসেব মুহূর্তের মধ্যে সমাধান করছি। কম্পিউটার আমাদের মূল্যবান সময় বাঁচাতে শিখিয়েছে ।

আমাদের লক্ষ্য - প্রতিনিয়ত বদলাতে থাকা অ্যাডভান্সড কম্পিউটার ও ভোকেশনাল শিক্ষায় গ্রাম বাংলার ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা। তাদেরকে অত্যাধুনিক গেজেটস ও আদর্শ শিক্ষার পরিবেশের সুবিধা দেওয়া যাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমান করতে পারে ও স্বনির্ভর হতে পারে।

আমি নিশ্চিত, নোবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের উন্নত মানের কম্পিউটার ও ভোকেশনাল শিক্ষায়  প্রশিক্ষিত হওয়ার পর শিক্ষার্থীরা প্রতি ক্ষেত্রের চাহিদা পূরণে সক্ষম হবে। আমার শুভেচ্ছা রইল তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।

সম্পাদকীয়

About Us

© 2023 by Little Tots Preschool.

Proudly created with Wix.com

bottom of page